প্রকাশিত: Wed, Aug 2, 2023 9:31 PM
আপডেট: Tue, Jan 27, 2026 10:36 PM

[১]ডেঙ্গু হলে দ্রুত রক্ত সংগ্রহের ব্যবস্থা নেওয়ার পরামর্শ [২]আরও ১২ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৭১১

মাজহারুল মিচেল: [৩] ক্রমেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এ অবস্থায় পরিবারের কেউ ডেঙ্গুতে আক্রান্ত হলেই রক্তদাতার সন্ধান ও সংরক্ষণের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

[৪] ভাইরোলজিস্টস সোসাইটির প্রকাশনা সম্পাদক এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী জানান, রোগীর রক্তে যখন প্লেটিলেটের সংখ্যা <১০০,০০০/সস৩ বা রক্তপাত হয় তখনই ট্রান্সফিউশনের প্রয়োজন হতে পারে। এছাড়াও রক্তে প্লেটিলেটের সংখ্যা <১০০০০/সস৩ বা গুরুত্বপূর্ণ লক্ষণ দেখা দিলে যে কোনো মুহূর্তে সংক্ষিপ্ত নোটিশে রক্তের প্রয়োজন হয়। 

[৫] ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভাইরোলজিস্ট তনিমা মহসিন জানান, যখন রক্তের প্রয়োজন হয় তখন সময়টা কম পাওয়া যায়। যার ফলে মানুষের আগে থেকেই রক্ত যোগানের ব্যবস্থা করে রাখলে ঝুকি কমে যায়।

[৬] তিনি বলেন, এছাড়াও যেকোন সময় অপ্রীতিকর ঘটনা মোকাবেলা করার থেকে পূর্ব প্রস্তুতি নেয়া অনেক ভালো।

[৭] স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে বুধবার (২ আগস্ট) জানায়, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭৩ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৭১১ জন, যা একদিনে এ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে রোববার (৩০ জুলাই) একদিনে দুই হাজার ৭৩১ জন হাসপাতালে ভর্তি হন, যা একদিনে এ বছরের মধ্যে সর্বোচ্চ। সম্পাদনা: সালেহ্ বিপ্লব